বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

ভুমিকম্প পরবর্তী পাবলিক রি-একশন ;) ;)

ঢাকা শহরে আজ আবার ও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ ঘটনার পাবলিক রিয়াকশন জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সিনিয়র রিপোর্টার কুদ্দুস আলির কাছে যিনি এখন রয়েছেন গুলিস্তানের শাহ্‌- গোলাপ শাহের মাযারের ঠিক পিছনের গলিতে...

কুদ্দুস আপনি কি শুনতে পাচ্ছেন?

কুদ্দুস? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?

কুদ্দুইসা।। 

ওহ ছরি সখিনা আপা। মুবাইল সাইলেন্দ মুডে আছিল বুজবার পারি নাই, 
হেলু আমি কুদ্দুস।  ঢাকা শহরের ওপর দিয়া কিছুক্ষণ আগে ১ টি ব্যাপক মাত্রার ভুমিকম্প উইড়ে গেছে । আসুন আমরা দেখি পাবলিক এইডা নিয়া কি কি ভাবতাসে

জনাব জনাব মাইক লইয়ে কাড়াকাড়ি করবেন না। হা আপনি আপনি বলেন। 

জনৈক কট্টরপন্থী হুজুরঃ এইডা আল্লহাপাকের সাক্ষাত গজব। আমাগো দিলের নেতা লাদেন রে মাইরা সাগরে ভাসায় দিছে, মন ডা চাইতাসে ওমাবা হারামজাদা রে আমিরিকা থিকা ধইরা আইনা সুন্নতে খতনা কইরা ছাইরা দেই । 

জনৈক বৃদ্ধাঃ বাবারে চোখে ছানি পড়ছে আজকাল বেশি ভালা দেহি না তাই ঠাওর করবার পারি নাই, তয় হুনছি বিরাট ১ টা শব্দ হইছে। 

জনৈক বিরোধী দলীয় পাতি নেতাঃ আরে আপনারা এখনও বুঝতে পারেন নাই। এর পিছনে সুস্পষ্ট বিদেশি শক্তির হাত আছে, সরকার তাদের মদদ দিচ্ছে। এক দিকে ভুমিকম্প অন্য দিকে দ্রব্য মুল্যের উদ্ধগতি সব মিলিয়ে এই সরকার চরম ভাবে ব্যর্থ। অবিলম্বে এই সরকারের পতন চাই। 

জনৈক মলম বিক্রেতাঃ জনাব আপনারা হয়ত জানেন ভুমিকম্পের পরে বাতাসে এছিদ ছরাইয়া পরে... এতে কইরা চুলকানি খাজলি সহ নান পদের চর্ম রোগ হইবার পারে। টেনশন লইবেন না জনাব, আপনাদের জন্য আছে সিদ্দিকের মলম। ১১০ % গ্যারান্টি। কাজ না হইলে আমার গালে ২ দা জুতার বাড়ি দিয়া টাকা ফেরত লইয়া যাইয়েন 

জনৈক সিনেমা প্রেমীঃ ইয়াহুউউউউউউ ময়ূরী আপা দেশে ফিরা আসছে!  

হায় হায় আমার মাইক লইয়া দৌড় দিছে! সখিনা আফা পরে কথা কইতাসি... ওই বেটা থাম, ভাই ধরেন ধরেন...

দুঃখিত কারিগরি সমস্যার কারনে লাইনটি কেটে গেছে। আমরা পরবর্তী তে আবার কুদ্দুসের কাছে ফিরে যাব।

এখন নিচ্ছি গন্ধরাজ সরিষার তেল সংবাদ বিরতি। অযথা রিমোট টিপে ব্যাটারি ক্ষয় করবেন না। আমাদের সাথেই থাকুন



লিখেছেনঃ মেহেদী হাসান খান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন