বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

PTC সাইট নিয়ে কিছু কথা

বর্তমানে ওয়েবে ঢুকলেই হাজার হাজার PTC সাইট আপনাকে হাজার হাজার ডলার দেবার জন্য হাসিমুখে বসে আছে। কেউ আপনাকে প্রতি ক্লিক এ 1$ কেউ 5$ এমনকি কেউ কেউ 10$ ও সাধছে। কিন্তু আসলেই কি তাই। টাকা উপার্জন করা কি এতই সহজ তাহলে আর মানুষ চাকরি খুঁজে খুঁজে জুতার তলি ক্ষয় করতো না। এসব ptc সাইটে ক্লিক করেই হাজার হাজার ডলার কামাতো আর সুইডেন ব্যাংককে শপিং করে বেড়াতো।

আসল ব্যাপারটি হচ্ছে এইসব PTC সাইট গুলো লোভনীয় প্রস্তাব দিয়ে আপনাকে দিয়ে গাধার খাটুনি খাতিয়ে নিবে কিন্তু পরবর্তীতে ১ পয়সা ও দিবে না। তাই এসব লোভের ফাঁদে পা না দিয়ে আসল pTc সাইট খুঁজে বের করুন। একটি কথা মনে রাখবেন টাকা জিনিসটা এত সজলভ্য না যে একটি  ক্লিকেই কেউ আপনার পকেট ভর্তি করে দিবে। ভাল PTC সাইট গুলো কখনই আপনাকে per clik 0.001 এর বেশি দিবে না। তাই আলতু ফালতু চতকদার সাইতগুলোর পিছনে সময় নষ্ট না করে নির্ভর যোগ্য PTC  খুঁজে কাজ করুন।

বর্তমান সময়ে আমার জানা মতে এমন ই একটি ptc সাইট হচ্ছে newbox.

এই ptc সাইট টি আপনাকে প্রতি ক্লিকে 0.001$ করে দিবে, এবং আপনার অ্যাকাউন্টে 2$ জমলেই আপনি সেটি আপনার  এলাট পে    একাউন্ট এর মাধ্যমে উত্তোলন করে ফেলতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন